Monday, June 14, 2010

আমার নিজের প্যাচালি

নিজের কথা একটু প্যচাল পারি ।আমি মারুফ বর্তমানে অনার্স থার্ড ইয়ারে ম্যানেজমেন্ট নিয়ে পড়াশুনা করছি ।দিনের বেশিরভাগ সময় কম্পিউটারের সামনে কাটাই ।সফটয়্যার ও নেটওয়ার্কিং ওপর সামান্য পড়াশুনা করেছি ।স্বভাব খুব সিম্পল ভাবে থাকা ।মানুষকে হেল্প করতে খুব পছন্দ করি বিশেষ করে ফ্রেন্ডদের পালিয়ে বিয়েতে সাক্ষি হয়ে বিপদে জড়াতে খুব আগ্রহ ।ক্রিকেট খেলার অনেক বড় ভক্ত আমি।  গান শোনা ও হরর মুভি দেখা এখন অনেকটা নেশার মত এবং ইন্টারনেট ছাড়া একটুও থাকতে পারি না,যেদিন ইন্টারনেটের মেয়াদ শেষ হয় সেদিন থেকে আবার নেট নেয়ার আগ প্রর্যন্ত নিজেকে এতিম এতিম মনে হয় ।আড্ডা দিতে এবং যখন যা করতে ইচ্ছা করে তাই করতে ভালোবাসি ।বৃষ্টিতে ভেজা অনেকগুলো সখের মধ্যে একটি,
সবচাইতে  ভাল বন্ধুর নাম বন্যা(এখন লন্ডনী কন্যা) ও  সোনিয়া(কোমলমতী রমনী) যাদের  সাথে ঝগড়া করতে খুব ভাল লাগে(এর মানে আমার একটু ঝগড়াটে স্বভাব )।ফিঊচারের কথা বেশি চিন্তা ভাবনা করি না বলে মাথা সবসময় কুল থাকে ।যাই হোক নিজের কথা আর কিছু খুজ়ে পাচ্ছি না বলে আজ এখানেই থামি।

9 comments:

সুশান্ত কর said...

আপনার ব্লগটা এত সাদামাটা কেন বুঝতে পারছি না। সত্যিই তাই, না আমার দিক থেকে অমন দেখাচ্ছে!

মারুফ said...

ধন্যবাদ সুশান্তদা,
ব্লগ উন্নয়নের কাজ চলছে
একটু সময় লাগবে

akashlina said...

"ফিঊচারের কথা বেশি চিন্তা ভাবনা করি না বলে মাথা সবসময় কুল থাকে ।"--আমিওঃ)

মারুফ said...

এটাই আমার কাছে সবচাইতে ভাল মনে হয় আকাশলিনা

রনি পারভেজ said...

আমিও থার্ড ইয়ারেই পড়ি। আপনার এবং বন্যার কথা শুনে ভাল লাগলো। বন্যা নামে আব্বুর বন্ধুর এক মেয়ে ছিল। দুঃখের বিষয় আজ পর্যন্ত তার সাথে দেখাই হলো না।

মারুফ said...

হুমম

বোহেমিয়ান said...

লিখতে থাকুন
হাত পা খুলে :P

মারুফ said...

চেষ্টা করছি
ধন্যবাদ

Anonymous said...

tomar blog kora dekhe valo laglo. aro valo korte hobe

Post a Comment

DON'T CRY JONI.mp3
Found at bee mp3 search engine