Saturday, June 12, 2010

প্রথম দিনের প্যাচালি

ব্লগ এ বাংলা লেখার এক প্রানপন চেষ্টা করার শেষে অবশেষে বাংলা লিখতে সফল হলাম । কেন জানি না মনের মধ্যে একটা অনাবিল
সুখের পরস পাচ্ছি ।মায়ের ভাষায় মনের ভাব প্রকাশ করতে না পারলে আসলে শান্তি আসে না, তা সে কথা বলাই হোক বা লেখা ।
আজ থেকে বাংলায় ব্লগিং শুরু করলাম। ফনেটিক বাংলা ব্যবহার করার পরও খুব ভাল লাগছে যে যাক অবশেষে বাংলা ত লিখতে পারছি ।
ইদানিং বাংলায় অনেকে ব্লগিং শুরু করেছেন ।বেশ কিছু ব্লগ আমি রেগুলার পরি । এসব ব্লগগুলো এককথায় অসাধারন লাগে আমার কাছে।
যাই হোক,
আমার পছন্দের বিভিন্ন বিষয় নিয়ে আমি এই ব্লগ এ লেখার চেষ্টা করব ।আর কিছু না হোক অন্তত প্রান খুলে কোথাও সবকিছু
লিখতে ত পারব,সেটাই বা কম কিসে?
মাঝে মাঝে লেখার চেষ্টা করি কিনতু সবই একসময় জগাখিচুরী মনে হয় এবং শেষে আগ্রহ হারিয়ে আর লেখা হয় না ।তবে এখন থেকে যদি একটা লাইনও মাথায় আসে তবে তা সাথে সাথে এই ব্লগ এ দিয়ে দেব অন্তত বলতে ত পারব যে হ্যাঁ কিছু ত লিখেছি,
আর সেটাই মনের শান্তি ।
তো আমার প্রথম দিনের প্যাচালি আজ় আমি এখানেই থামাই ।টা টা

5 comments:

রনি পারভেজ said...

বাংলা ব্লগে স্বাগতম আপনাকে। আশা করি নিয়মিত লিখবেন। :)

মারুফ said...

কমেণ্ট করার জন্য ধন্যবাদ
এখন থেকে সেই চেষ্টাই করব

Tawhidul Islam said...

Welcome

lavlu said...

kon kon sitegulo niomito parte valo lage? segulor nam die akta post likhun. welcome in the real world.

মারুফ said...

@lavlu
পছন্দের ব্লগ গুলোর নাম ও লিষ্ট দিয়ে শিঘ্রী একটা পোষ্ট দিয়ে দেব
কমেন্টের জন্য থ্যাঙ্কস ।

Post a Comment

DON'T CRY JONI.mp3
Found at bee mp3 search engine